বিকাশ (Bkash) বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি
পরিষেবা। দেশের যে কোনো প্রান্তে যে কোনও ব্যক্তির কাছে যে কোন সময় অর্থ
স্থানান্তর করতে এটি ব্যবহৃত হয়।
পূর্বে বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ এজেন্টের কাছে যেতে হতো কিন্তু এখন ঘরে বসে নিজে নিজে মাত্র কয়েকটি ধাপে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আর এই পোস্টে কীভাবে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলব তা জানব ।
পূর্বে বিকাশ একাউন্ট খোলার জন্য বিকাশ এজেন্টের কাছে যেতে হতো কিন্তু এখন ঘরে বসে নিজে নিজে মাত্র কয়েকটি ধাপে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আর এই পোস্টে কীভাবে ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলব তা জানব ।
বিকাশ একাউন্ট খোলার নিয়মঃ
বর্তমানে তিনটি উপায়ে বিকাশ একাউন্ট খোলা যায়।
প্রথমত, আপনার স্মার্টফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করে নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
দ্বিতীয়ত, বিকাশ এর অফিসিয়াল ওয়েবসাইট
থেকেও নিজে নিজে বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন।
তৃতীয়ত, নিকটস্থ বিকাশ এজেন্ট অথবা
বিকাশ কাস্টমার কেয়ারে গিয়েও নিজ নামে একটি বিকাশ একাউন্ট খুলতে
পারবেন।
তবে এই পোস্টে আমরা কিভাবে ঘরে বসে নিজে নিজে মোবাইল অ্যাপের মাধ্যমে
বিকাশ একাউন্ট খুলবেন তা জানবো।
Bkash একাউন্ট
খোলার জন্য
নিচের ধাপ গুলো
অনুসরণ
করুন।
- প্রথমে এই লিংকে ক্লিক করে বিকাশ (Bkash) অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিন।
-
তারপর Bkash অ্যাপটি ওপেন করে লগ ইন/রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন
- যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান তা লিখুন এবং “পরবর্তী” বাটনে ক্লিক করুন এবং আপনার সিম যে অপারেটরের তা সিলেক্ট করুন।
- তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে।
- তারপর ভেরিফিকেশন কোডটি “ভেরিফিকেশন কোড ” ঘরে বসিয়ে “কনফার্ম করুন” অপশনে ক্লিক করুন।
- এরপর নিয়ম ও শর্তসমূহ অংশে “আমার সম্মতি আছে” অপশনে ক্লিক করুন।
- তারপর রেজিস্ট্রেশন শুরু করুন অংশে “NID এর ছবি তুলুন” লেখাতে ক্লিক করুন।
- তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের (NID) সামনের পৃষ্ঠা ধরে উপরের চিত্রের ২ নং অংশের বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন।
- জাতীয় পরিচয় পত্রের (NID) সামনের অংশের ছবি তোলার পর “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
- তারপর একইভাবে জাতীয় পরিচয় পত্রের (NID) পিছনের পৃষ্ঠার ছবি তোলার পর “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
- এখন আপনার পরিচয় পত্রের সকল তথ্য অটোমেটিক শো হবে। তারপর “পরবর্তী” লেখা বাটনে ক্লিক করুন।
- তারপর আপনার লিঙ্গ, আয়ের উৎস, মাসিক আয় ও পেশা তথ্য দিয়ে “পরবর্তী” লেখা বাটনে ক্লিক করুন।
- এখন “নিজের চেহারার ছবি তুলুন” অপশানে সেলফি স্টাইলে আপনার ছবি তুলুন।
- ছবি তোলার সময় ক্যামেরায় চোখের পলক দুই বার ফেললে অটোমেটিক ছবি উঠে যাবে।
- তারপর “নিশ্চিত করুন” অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলে কানফার্ম একটি এসএমএস পাবেন।
- মোবাইলে কানফার্ম এসএমএস আসার পর পুনরায় বিকাশ অ্যাপটি অপেন করে“লগ ইন/রেজিস্ট্রেশন” এ ক্লিক করুন।
- তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে “পরবর্তী”বাটনে ক্লিক করুন।
- এরপর আবার আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করে মোবাইলে আসা ভেরিফেকেশন কোডটি বসিয়ে “কনফার্ম করুন” অপশনে ক্লিক করুন।
- ৫ সংখ্যার পিন সেট করার পর পুণরায় বিকাশ অ্যাপে আপনার নাম্বার ও পিন দিয়ে প্রবেশ করুন।
- তারপর আপনার নাম ও প্রোফাইল ছবি সংযুক্ত করে “শুরু করুন” অপশনে ক্লিক করার মাধ্যমেই আপনার বিকাশ একাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে।
0 Comments