যারা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি (Bitcoin, Ethereum, Litecoin, Dash, Dogecoin) নিয়ে কাজ করেন তাদের জন্য আমার এই পোস্ট। কারণ আজ আমি আপনাদের সাথে বিটকয়েন বা অন্যসব ক্রিপ্টোকারেন্সি থেকে কিভাবে মোবাইল রিচার্জ বা টপ-আপ করবেন তা নিয়ে আলোচলা করবো। তবে যারা বিটকয়েন সম্পর্কে এখনো জানেন তারা এই পোস্টোর নিছে দেয়া আগের পোস্টগুলো দেখে নিন।
বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি থেকে মোবািইল রিচার্জ করার জন্য অনেকগুলো সাইট এবং অ্যাপ আছে, তবে আমি যে সাইট থেকে টপ-আপ করবো সেটি আমার দেখা সেরা সাইট।
সাইটটির নামঃ Bitrefill
কেন Bitrefill সাইটটি ব্যবহার করবেনঃ
- সাইটটি সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে ১৭০টি দেশে রিচার্জ প্রদান করে।
- সাইটটিতে Coinbase কানেক্ট করে কোন প্রকার নেটওয়ার্ক ফি ছাড়া রিচার্জ নিতে পারবেন।
- মিনিমাম ২০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত সব সিমের রিচার্জ নিতে পারবেন।
- প্রতি রিচার্জে ১% ক্যাশব্যাক পাবেন, সে ক্ষেত্রে সাইটটিতে একাউন্ট করা থাকতে হবে।
- ওয়ের সাইট ছাড়াও মোবাইল অ্যাপ রয়েছে যা দিয়ে সহজে যেকোন রিচার্জ নিতে পারবেন।
- একসাথে বাল্ক আকারে অনেকগুলো নাম্বারে রিচার্জ করতে পারবেন।
- রিচার্জ ছাড়াও অনেকগুলো সার্ভিস আছে যা ক্রিপ্টোকারেন্সি দিয়ে নিতে পারবেন।
যেভাবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে মোবাইল রিচার্জ করবেনঃ
- প্রথমে Bitrefill সাইটটিতে প্রবেশ করুন অথবা গুগল প্লে স্টোর থেকে Bitrefill অ্যাপটি ডাউনলোড করে নিন।
- Create account থেকে মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে নিন। তবে যারা একাউন্ট করতে চান না তারা এই ধাপ টি স্কিপ করুন।
- Refill Phone অপশনে প্রবেশ করুন।
- এবার Type Your Number অপশনে বাংলাদেশ সিলেক্ট করে আপনার নাম্বার টি বসিয়ে নাম্বার অপারেটর সিলেক্ট করুন।
- তারপর রিচার্জ এমাউন্ট সিলেক্ট করে অথবা কাস্টম এমাউন্ট বসিয়ে, Currency সিলেক্ট করে এবং আপনার নাম্বারটি রিচেক করে Purchase এ ক্লিক করুন।
- তারপর Checkout এ ক্লিক করুন।
- এখন পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন। যেহেতু Coinbase এর মাধ্যমে নেটওয়ার্ক ফি নাই তাই আমরা Coinbase সিলেক্ট করব। তবে আপনি BTC address এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে নেটওয়ার্ক ফি কাটবে।
- এরপর বাম পাশে আবার সব ডিটেইলস দেখতে পাবেন, সব ঠিক আছে কিনা চেক করে নিন। তারপর Pay with Coinbase এ ক্লিক করুন।
- এরপর নতুন ট্যাব অপেন হবে, সেখানে কয়েনবেসের Authorize এর জন্য আপনার কয়েনবেসে সাইন-ইন করুন। তবে আগে থেকে এই ব্রাউজারে কয়েনবেস সাইন-ইন করা থাকলে সরাসরি পরবর্তী থাপে নিয়ে যাবে।
- এরপর যে কয়েন দিয়ে পয়েন্ট করতে চান তা পরিবর্তন করতে চাইলে ড্রপ-ডাউনে থেকে সিলেক্ট করুন অথবা ডিরেক্ট AUTHORIZE এ ক্লিক করুন।
- Authorize এ ক্লিক করার কিছুক্ষণের মধ্যে রিচার্জ পেয়ে যাবেন। আমি মাত্র ১০-১৫ সেকেন্ড এর মধ্যে পেয়ে গেছি। আর ১% ক্যাশ ব্যাক কয়েন আপনার Bitrefill একাউন্টে যোগ হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে, কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। এছাড়া আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে অথরা ফেসবুক পেইজে জানাতে পারেন।
0 Comments