আমরা যারা বিটকয়েন আয়ের জন্য ট্রাস্টেড ও পেমেন্ট করে এমন সাইট খুজি তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ । 
কারণ আজ আমি আমার অভিজ্ঞতা ও বিশ্লেষন আলোকে আপনাদের সাথে কিছু সাইট শেয়ার করবো, যে গুলো সত্যিকারে পেমেন্ট করে। এছাড়া আমার নিজের পেমেন্ট স্টাটাসও তুলে ধরবো, যাতে পেমেন্ট নিয়ে আপনাদের কোন সন্দেহ না থাকে। তবে যে গুলোতে আমার  পেমেন্ট স্টাটাস দিতে পারিনি সেগুলোতেও নিসন্দেহে কাজ করতে পারেন কারণ ওগুলোর পেমেন্ট স্টাটাস অনলাইন বিশ্লেষন করেই লিস্টেড করেছি। আর লিস্টটি আমার টপ ফেবারিট অনুযায়ী সিরিয়াল করা। 
তবে এখানে খুব সংক্ষেপে তুলে ধরেছি তাই কারে কোন সমস্যা হলে আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন। এছাড়া কোন বিটকয়েন বিক্রয় বা কিনতে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন।

  
free bitcoin earning sites, free bitcoin ptc site with payment proof, earn bitcoin, free bitcoin faucet,  bitcoin faucet list, higest paying bitcoin faucet 2020, legit bitcoin earning sites, best free bitcoin earning sites, free bitcoin earning sites without investment, real bitcoin earning sites, genuine bitcoin earning sites, best bitcoin earning sites, free bitcoin instantly, free bitcoin hack,

বিটকয়েন আয়ের সেরা সাইটঃ 

পেমেন্টে প্রুফ সহ একনজরে বিটকয়েন আয়ের সেরা ১০ টি সাইট দেখে নিন।
 

  ১. FreeBitcoin ( Faucet Site)

Freebitco সাইটটি আমার টপ ফেভারিট কারণ ক্রিপ্টোকারেস্টি বা বিটকয়েন শুরুর দিকে এই সাইটটি ফ্রি বিটকয়েন আয়ের সুযোগ করে দেয়। সাইটটিকে বিটকয়েন জগতের সবচেয়ে পপুলার এবং রিচ সাইট বলা হয়। সাইটটি থেকে ফ্রি কয়েনের পাশাপাশি আপনি লটারিতে গাড়িও জিততে পারেন। সাইটটিতে কাজ করেন আর না করেন একবার হলেও পুরো সাইটটি ঘুরে দেখুন।
সাইটটি ক্লেইম বেস Faucet সাইট, তবে হাই-লো গেম, বেটিং ও লটারি সহ আয়ের অনেক অপশান আছে। আর সর্বনিম্ন ৩০ হাজার সাতোশি হলে পেমেন্ট তুলতে পারবেন।
বাংলাদেশে সাইটটি  ব্লক করা তাই এই সাইটে কাজ করতে  VPN  ব্যবহার করুন।
 
পেমেন্ট স্টাটাস:  সাইটটি এখনো পেমেন্ট করে, ২০১৭ সাল থেকে পেমেন্ট নিচ্ছি। 
 

সাইন আপ করতে এখানে ক্লিক করুন ...।

২. adbtc (PTC Site)

২০১৮ সালে সাইটটিতে প্রথম কাজ শুরু করি আর এখন ২০২১ সালে এসেও সাইটটি নিয়মিত পেমেন্ট দিচ্ছে। সাইটটি মূলত একটি PTC সাইট। এ্যাড দেখে বিটকয়েন আয়ের যে সকল সাইট আছে তার মধ্যে আমার কাছে এটিই সেরা ।
Surf Ads, Auto Surfing এবং Active Windows Surfing  এ তিন ভাবে এ্যাড সার্ফ করে সাতোশি কালেক্ট করবেন। এ্যাড লিমিট না থাকায় দিনের বিভিন্ন সময় বিভিন্ন রেটের এ্যাড দেখে ভালো আয় করার সুযোগ রয়েছে এখানে।
মাত্র ৩ হাজার সাতোশি হলে FaucetPay ওয়ালেটে এবং ৩০,০০০ সাতোশি হলে যে কোন বিটকয়েন ওয়ালেট এড্রেসে উইথড্র করতে পারবেন।

পেমেন্ট স্টাটাস: সাইটি আমার ফেভারিট সাইট, এখনো কাজ করছি এবং পেমেন্ট পাচ্ছি।
 

সাইন আপ করতে এখানে ক্লিক করুন ...।

 ৩. Coinpayu (PTC Site)

এ্যাড সারফিং করে বিটকয়েন আয়ের অন্যতম সেরা সাইট এটি।  Surf Ads, Windows Ads ও Video Ads এই তিন ভাবে এ্যাড দেয়ে আয় করতে পারবেন।
মজার ব্যাপার হলো এখানে  মাত্র ৩ হাজার সাতোশি হলে Litecoin, Dogecoin অথবা Payeer এ উইথড্র করতে পারবেন।
এছাড়া ৪০০০ সাতোশি হলে FaucetPay এ Bitcoin , ১০০০০ সাতোশি হলে ডিরেক্ট বিটকয়েন এড্রেস আর ২০০০০ সাতোশি হলে ইথিরিয়াম এড্রেসে পেমেন্ট নিতে পারবেন। 
পেমেন্ট স্টাটাস: সাইটটি নিয়মিত পেমেন্ট দিচ্ছে, এখনো কাজ করছি এবং পেমেন্ট পাচ্ছি।
 

৪. BTCBux (Multi Task)

সাইটটির ডিজাইন বিশেষ করে নাইট মোড আমার ভালো লেগেছে। সাইটটির Faucet এ প্রতি ক্লেইমে ১০+৫১ সাতোশি থেকে ৫ লক্ষ সাতোশি পেতে পারেন।
এছাড়া Ads View, Shortlinks ও Offerwalles এর মাধ্যমে আয়ের সুযোগতো আছেই।
আর মাত্র ১০ হাজার সাতোশি হলে যে কোন LTC, DOGE, Payeer USD ও Payeer RUB এ পেমেন্ট নিতে পারেন। আর ৩০ হাজার সাতোশি হলে যে কোন BTC ওয়ালেটে পেমেন্ট তুলতে পারবেন।

পেমেন্ট স্টাটাস: সাইটটি নিয়মিত পেমেন্ট দিচ্ছে। সাইটটিতে Payment Proof দেখে নিন।
 

৫. Bitshark (Mining Site)

Bitshark একটি মাইনিং সাইট। Free Mining এবং Cloud Mining এই দুই প্রকার মাইনিং এর মাধ্যমে ভালো আয় করতে পারবেন। 
Free Mining এ আপনি প্রতি ঘন্টায় প্রতি ক্লেইমে ৫ সাতোশি থেকে ১ কোটি সাতোশি আয় করতে পারবেন। আর Cloud Mining এর ক্ষেত্রে ৭ থেকে ৩৬০ দিন বিভিন্ন মেয়াদের যে কোন মাইনিং প্যাকেজ কিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে কোন কাজ ছাড়া আয় করতে পারবেন।
এছাড়া  Multiply, Crash, KingKong সহ বিভিন্ন গেমের মাধ্যমে আয়ের সুযোগতো রয়েছে।
সাইটটি থেকে সর্বনিম্ন ৩০ হাজার সাতোশি হলে যে কোন ওয়ালেটে উইথড্র করতে পারবেন।
 
পেমেন্ট স্টাটাস: সাইটটি নিয়মিত পেমেন্ট দিচ্ছে। তবে ইনভেস্ট করে Cloud Mining  না করাই ভালো ।
 

সাইন আপ করতে এখানে ক্লিক করুন ...। 

৬. BtcMaker (Faucet Site)

 Btcmaker একটি লেভের বেইস ফসেট সাইট। অর্থাৎ এখানে সর্বনিম্ন লেভেল Stone এ প্রতি ক্লেইমে ১৫ সাতোশি আর সর্বোচ্চ লেভেল Master এ প্রতি ক্লেইমে ৫৫ হাজার সাতোশি পাবেন। নিয়মিত কাজ করার মাধ্যমে এই লেভেল বৃদ্ধি পাবে।
এছাড়া এখানে Dice, Slots, Gems, Mines ও Video Pocker এর মত জনপ্রিয় গেল খেলে আয় বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
সাইটটি থেকে সর্বনিম্ন ৩০ হাজার সাতোশি হলে যে কোন ওয়ালেটে উইথড্র করতে পারবেন।
 
পেমেন্ট স্টাটাস: সাইটটি ১০০% পেমেন্ট দিচ্ছে। 

৭. Coinadster (Multi Task)

সাইটটি থেকে আয় আপনার কাজের উপর নির্ভর করবে, কারণ এখানে অনেক বেশি কাজ এবং আয়ের সুযোগ রয়েছে। সুতরাং যত কাজ তত আয়।
সাইটে কাজ হলো প্রতি ১-৫ মিনিটে Faucet ক্লেইম করা, PTC এ্যাড দেখা, Shortlink ভিসিট, ছোট ছোট টাস্ক সহ বিভিন্ন কনটেস্ট । 
আর মাত্র ১০০০ সাতোশি হলে FaucetPay  ওয়ালেটে এবং ১০ হাজার সাতোশি হলে অন্য যে কোন ওয়ালেটে পেমেন্ট নিতে পাবেন

পেমেন্ট স্টাটাস: আমি নিজে সাইটটি থেকে পেমেন্ট নিয়েছি।
 

সাইন আপ করতে এখানে ক্লিক করুন ...।

৮.  Grabtc (Multi Task)

সাইটটি মূলত Faucet, PTC, Shortlinks, Jobs, Lottery, Mining সহ নানা কাজ করে আয় করার জন্য অনেক ভালো একটি সাইট।
মাত্র ৫০০০ সাতোশি হলে FaucetPay  ওয়ালেটে এবং ১০ হাজার সাতোশি হলে অন্য যে কোন ওয়ালেটে পেমেন্ট নিতে পাবেন
পেমেন্ট স্টাটাস: সাইটটি নিয়মিত পেমেন্ট দিচ্ছে। পেমেন্ট প্রুফ দেখতে সাইটটি ভিসিট করুন।