যারা ওয়েব সাইট থেকে আয় করছেন বা আয় করার কথা ভাবছেন তারা কম বেশি Google Adsense বা অন্য Ads  Network সম্পর্কে জানি । যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ব্যানার এ্যাড প্রদর্শন করে আয় করতে পারেন, আর এই মাধ্যমটি অনেক জনপ্রিয়। তবে আমরা চাইলে এই ব্যানার এ্যাডের পাশাপাশি Pop Ads ব্যবহার করে আমাদের আয় দ্বিগুণ করতে পারি। 

best adsense alternate ad network, eran money form blogsite, best pop ads network, popcash.net review

Pop Ads কি?

Pop Ads হলো ওয়েবসাইটে এ্যাড প্রদর্শনের এক নতুন মডেল। যা ব্যানার এ্যাডের মত ওয়ের পেইজের কোন স্থানে সরাসরি এ্যাড দেখাবেনা তবে পেইজের কোন স্থানে বা লিঙ্কে ক্লিক করলে ব্রাউজারে নতুন একটি ট্যাব বা উইন্ডো ওপেন হবে যার পুরো পেইজে এ্যাড প্রদর্শন করবে । আর বিজ্ঞাপনের এই মডেলকে Pop Ads বা Pop Under Ads বলা হয়।

অনলাইনে অনেক Pop Ads Network থাকলেও সবচেয়ে জনপ্রিয় Pop Ads Network হলো Popcash । 

Popcash এ রেজিস্টেশান করতে এখানে ক্লিক করুন।

 

Pop Ads Network হিসেবে Popcash কেন ব্যবহার করবেনঃ

  • ওয়েবসাইট সাবমিট করার মাত্র কয়েক মিনিটের মধ্যে Approve হয়ে যাবে।
  • অন্য Ad Network এর পাশাপাশি Popcash ব্যবহার করতে পারবেন। 
  • বারবার পপ-আপ এ্যাড এসে ভিসিটরের বিরক্তির কারণ হবে না। 
  • ভালো আয় করার সুযোগ রয়েছে।
  • মাত্র ১০ ডলার হলেই Paypal, Skrill, WebMoney, Litecoin সহ অন্য অনেকগুলো মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
 

কিভাবে Popcash এ একাউন্ট করবেনঃ

  • Popcash এ একাউন্ট করতে উপরের ব্যানার অথবা এখানে ক্লিক করুন
  • তারপর রেজিস্টেশান পেইজে আপনার Username, Full Name, Email address, Password  ইত্যাদি দিয়ে Register এ ক্লিক করুন।
  • তারপর আপনার Email এ একটি Confirmation লিঙ্ক যাবে, সেটি ক্লিক করে একাউন্ট Active করার মাধ্যমে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
  • এরপর আপনার Popcash একাউন্ট এ লগ-ইন করে Dashboard এর বামপাশে Account Settings এ ‍গিয়ে আপনার প্রোপাইলের তথ্যসহ প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে একাউন্ট আপডেট করে নিন।
 

কিভাবে ওয়েবসাইট সাবমিট করবেনঃ

  • প্রথমে আপনার একাউন্টে লগ-ইন করে Dashboard এর বাম পাশে Publisher মেনু থেকে Websites এ ক্লিক করুন।
  • তারপর Add Website এ ক্লিক করে Domain: আপনার Website address, Category: আপনার Website কি টাইপের তা সিলেক্ট করুন, Ads allowance: কি টাইপের এ্যাড প্রদর্শন বন্ধ রাখতে চান তা No করে ‍Submit Website এ ক্লিক করুন।
 

কিভাবে এ্যাড কোড আপনার ওয়েবসাইটে বসাবেনঃ

  • আপনার ওয়েবসাইটি APPROVED হয়ে গেলে Dashboard এর বাম পাশে Publisher মেনু থেকে Get Code এ ক্লিক করুন।
  • তারপর Please Select a Website  ড্রপডাউন থেকে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করলেই Ad Code দেখতে পাবেন।
  • তারপর Popunder Fallback সেটিং থেকে Popup অথবা Tabunder সিলেক্ট করে Ad Code টি কপি করুন।
  • তারপর Ad code টি আপনার ওয়েবসাইটের <body> </body> ট্যাগের মাঝে যে কোন জায়গায় অথবা ব্লগ সাইটের Layout এ গিয়ে যে কোন একটি জায়গায় বসিয়ে দিন।