প্রযুক্তির এ যুগে আমাদের মোবাইলফোন গুলো একাধিক সিম ব্যবহারের সুযোগ দিচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা প্রায় প্রত্যেকই বিভিন্ন অপারেটরের বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে একাধিক সিম ব্যবহার করছি।
কেউ হয়তো সকল অপারেটরের একটি করে সিম আবার কেউ হয়তো একই অপারেটরের এধাধিক সিম ব্যবহার করছি। ফলে এত সিমের ভিড়ে মূল একটি সিমের নাম্বার মনে রাখলেও অন্য সবগুলোর নাম্বার মনে রাখা বেশ কঠিন। তাই কোনো নাম্বার প্রয়োজন হলে কিংবা ব্যালান্স শেষ হয়ে গেলে একাউন্ট রিচার্জের সময় সমস্যায় পড়তে হয়।
এই পরিস্থতিতে শুধু মাত্র একটি কোড ডায়াল করে সহজেই আপনার সিমের নাম্বার বের করে নিতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক, সকল সিমের নাম্বার বের করার নিয়ম বা কোডগুলো কি কি।
এই পরিস্থতিতে শুধু মাত্র একটি কোড ডায়াল করে সহজেই আপনার সিমের নাম্বার বের করে নিতে পারবেন। তো চলুন জেনে নেয়া যাক, সকল সিমের নাম্বার বের করার নিয়ম বা কোডগুলো কি কি।
সকল সিমের নাম্বার বের করার উপায়ঃ
আপনি যে সিমের নাম্বার বের করতে চান সে সিম থেকে নিচে সিম অপারেটর অসুসারে কোড ডায়াল করলেই আপনার মোবাইল স্ক্রিনে নাম্বারটি ভেসে উঠবে।- গ্রামীণফোন নাম্বার দেখান জন্য ডায়াল করুন (Check GP SIM Number): *2#
- রবির নাম্বার দেখার জন্য ডায়াল করুন (Check Robi SIM Number): *2#
- এয়ারটেলের নাম্বার দেখার জন্য ডায়াল করুন (Check Airtel SIM Number): *2#
- বাংলালিংকের নাম্বার দেখার জন্য ডায়াল করুন (Check Banglalink SIM Number): *511#
- টেলিটকের নাম্বার দেখার জন্য ডায়াল করুন (Check Teletalk SIM Number): *551#
0 Comments