আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।
আজ আপনাদের সাথে একটি জনপ্রিয় ব্রাউজার শেয়ার করব, যেটি দিয়ে আপনি ব্রাউজিং এর পাশাপাশি কোন কাজ না করে মাইনিং ফিচার অন করে Bitcoin আয় করতে পারবেন। ব্রাউজারটির নাম CryptoTab Browser। এটিকে বিশ্বের প্রথম মাইনিং ব্রাউজার বলা হয়।
আমরা সাধারণত আমাদের কম্পিউটার, মোবাইলে Firefox, Google Chrome ব্রাউজার ব্যবহার করি। এই ব্রাউজারটি ঠিক তেমনি একটি ব্রাউজার । যেখানে অন্যান্য ব্রাউজারের মত সবধরণের Feature এর পাশাপাশি স্পেশাল কিছু ফিচার আছে যা আপনার ব্রাউজিংয়ে নতুন অভিজ্ঞতা দিবে।
CryptoTab Browser কেন ব্যবহার করবেনঃ
১. CryptoTab Browser টি অন্য সব ব্রাউজার থেকে অনেক বেশি ফাস্ট এবং ব্যবহারকারী বান্ধব। ব্রাউজারটিতে কিছু Unique Feature রয়েছে, যা ব্রাউজটারটিকে অন্যসকল ব্রাউজার থেকে আলাদা করে তুলেছে।
২. ব্রাউজারটির Mining Feature অন করে Bitcoin আয় করতে পারবেন। এছাড়া Mining এর পাশাপাশি ব্রাউজিং করে, সোসাল মিডিয়া ব্যবহার করে, নেটফিলিক্স ব্যবহার করে অথবা রেফার করে আয় বৃদ্ধি করতে পারবেন।
৩. মাত্র কয়েক ক্লিকে আপনার অন্য ব্রাউজারের সকল Bookmarks, History, Passwords এবং Settings ইমপোর্ট করে নিয়ে আসতে পারবেন।
৪. Google Chrome ব্রাউজারের সকল Extension ব্যবহার করতে পারবেন।
কিভাবে CryptoTab Browser থেকে আয় করবেনঃ
১. প্রথমে ব্রাউজারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
২. Install হয়ে গেলে ব্রাউজারটি ওপেন করে উপরের ডান পাশে CryptoTab Extension এ ক্লিক করে Mining Interface এ প্রবেশ করুন।
৩. তারপর থ্রি ডট মেনু ≡ থেকে LOG IN এ ক্লিক করুন ।
৪. তারপর SIGN IN WITH GOOGLE এ ক্লিক করুন।
৫. তারপর আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করলে Email Verification পেইজ আসবে, সেখানে VERIFY তে ক্লিক করুন।
৬. এরপর আপনার ইমেইলে Confirm your email address নামে একটি মেইল পাবেন, সেখানে CONFIRM EMAIL এ ক্লিক করুন।
৭. এরপর ব্রাউজারের Mining Interface এ প্রবেশ করে MINING SPEED = MAX করে দিন।
NOTE: MINING SPEED = ON করার সাথে সাথে আপনার Mining BTC এবং Mining Speed দেখতে পাবেন। যেহেতু Browser টি আপনার হার্ডওয়ার রিসোর্স ব্যবহার মাইনিং করে তাই যার হার্ডওয়ার কনফিগার যত ভালো তার মাইনিং স্পিড তত বেশি দেখাবে।
কিভাবে Withdraw করবেনঃ
আপনার Mining ব্যালেন্স মাত্র ১০০০ শাতোশি হলেই যে কোন BITCOIN Address এ উইথড্র করতে পারবেন।
১. উইথড্র করার জন্য প্রথমে উপরের ডানপাশে Browser এর আইকনে ক্লিক করে Mining Interface এ প্রবেশ করুন।
২. তারপর থ্রি ডট মেনু ≡ থেকে WITHDRAW BTC তে ক্লিক করুন।
৩. তারপর Bitcoin Address এবং Payment Amount দিয়ে Captcha পূরণ করে WITHDRAW তে ক্লিক করুন।
৪. এরপর আপনার ইমেইলে একটি কনফার্ম মেইল পারেন সেটি ক্লিক করে আপনার Withdraw কমপ্লিট করুন।
পেমেন্ট প্রুফঃ
নিচে আমার কিছু পেমেন্ট প্রুফ দেখে নিন।
2 Comments
cryptoTab অ্যাপ থেকে কিছু টাকা উইথড্র করে কয়েনবেস অ্যাপসে্ এনেছে কিন্তু এটা বলছে কয়েনবেস বাংলাদেশে এলাউড না। এক্ষেত্রে আমি টাকা গুলো কিভাবে তুলতে পারি। প্লিজ জানাবেন
ReplyDeleteকিছু একচেঞ্জ সাইট আছে যারা কয়েনবেস কয়েন একচেঞ্জ করে বিকাশ,নগদ সহ যে কোন মাধ্যমে টাকা প্রদান করে থাকে, আপনি সেখানে একচেঞ্জ করে নিতে পারেন। অথবা সরাসরি আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন, আমরা একচেঞ্জ করে দিবো।
Delete